Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুন্দর গল্প অনেক শিল্পীর জন্ম দেয় -এটিএম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

মানুষ সিনেমা হলে আসেন সিনেমার গল্প দেখতে। এখানে কেউ শিল্পী দেখার জন্য আসেন না। সুন্দর গল্পগুলো অনেক শিল্পীর জন্ম দেয়। আমজাদ হোসেন সুন্দর গল্প লিখেছিলেন, সেখানে আমাকে ভালো চরিত্র দিয়েছেন বলেই আজ আমি এ টি এম শামসুজ্জামান। কথাগুলো বললেন, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আপনারা আমাদের গুণী শিল্পী হিসেবে সমাদর করেন। ভালো চরিত্র না পেলে আমি দর্শকের কাছে পৌঁছাতে পারতাম না। তিনি নির্মাতাদের উদ্দেশে বলেন, আপনারা শিল্পীনির্ভর না হয়ে গল্পনির্ভর সিনেমা নির্মাণ করেন, তা হলেই দর্শক হলে ফিরবে, আমার মতো হাজারো শিল্পীর জন্ম হবে। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে হাবিবুর রহমান হাবিব পরিচালিত রাত্রীর যাত্রী সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান। সিনেমাটি নিয়ে তিনি বলেন, সিনেমাটিতে দর্শক সুন্দর একটি গল্প পাবেন। সুন্দর কিছু চরিত্র পাবেন। সমাজের কিছু চিত্র ফুটিয়ে তুলেছে। আমি মনে করি, দর্শকপ্রিয় হওয়ার মতো গল্প সিনেমাটিতে আছে। বর্তমান চলচ্চিত্রের অবস্থা নিয়ে এ টি এম শামসুজ্জামান বলেন, আমাদের চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা, তাতে করে সরকারকে পাশে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু যে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন তৈরি করেছেন, তা শেষ হয়ে যেতে পারে না। আমি বিশ্বাস করি, সরকার যদি একশ সিনেমা হল নির্মাণ করে দিলেই এই চলচ্চিত্র আবারও সুদিন ফিরে পাবে। তিনি বলেন, আমাদের দেশের চলচ্চিত্রে সিনেমা হল সংকট ছাড়া আর কোনো সংকট নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম শামসুজ্জামান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ