প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে অসুস্থবোধ করায় তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ্ব সালেহ জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সালেহ জামান সেলিম জানান, বাধ্যক্যজনিত রোগে বড় ভাই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার একটি অপারেশন হবে। আল্লাহর কাছে দোয়া করি উনি দ্রুত সুস্হ হয়ে উঠেন। দেশবাসী ও তার সকল ভক্তদের কাছে দোয়া কামনা রইল।
এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে।
১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এটিএম শামসুজ্জামান।
১৯৬৫ সালে সর্বপ্রথম চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’ যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি।