মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় প্রযুক্তিতে তৈরি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সউদী আরব। শুক্রবার চীন থেকে স্যাটেলাইটগুলো মহাকাশের পাঠায় দেশটি। তুর্কি বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। স্যাট ৫এ ও স্যাট ৫বি স্যাটেলাইট দুটি কিং আব্দুল আজিজ সিটি ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে তৈরি করা হয়। এর প্রধান বিন সাউদ বিন মোহাম্মদ বলেন, ‘বিগত বছরের পরিশ্রমের ফল পেলাম আমরা। মহাকাশ থেকে নজরদারির কাজ করা হবে বলে জানায় সউদী রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পা। বিন সাউদ বলেন, তারা অনেকদিন ধরেই এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন। এর মাধ্যমে সরকারি সংস্থাগুলো উপকৃত হবে এবং তথ্য পাবে। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।