মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে ‘স্যাটেলাইটে আঘাত করতে সক্ষম’ অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো, একে ‘উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা’ হিসেবে দেখছে তারা। বৃহস্পতিবার মার্কিন মহাকাশ বিষয়ক অধিদফতর রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে স্যাটেলাইট বিরোধী অস্ত্র পরীক্ষার অভিযোগ তোলে। একই সঙ্গে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেন ব্রিটেনের মহাকাশ বিষয়ক দফতর প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভে স্মিথ, ‘এ ধরনের কার্যক্রম মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে ঝুঁকির মুখে ফেলে।’ অবশ্য রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মহাকাশে শান্তিপূর্ণ উপায়ে গবেষণা ও এর অবৈষম্যম‚লক ব্যবহারের বাধ্যবাধকতা মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কেবল নিজেদের নতুন যন্ত্রপাতি পরীক্ষা করতে একটি নতুন প্রযুক্তির ব্যবহার তারা করেছে। মহাকাশে অবস্থিত কোনও যন্ত্রপাতি বা যানের ক্ষতি তারা করেনি। এতে তারা কোনও আন্তর্জাতিক নীতি বা আইন লঙ্ঘনও করেনি বলেছে মস্কো। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।