Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নৈশক্লাবে পদদলিত হয়ে নিহত ৬

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইতালির একটি নৈশক্লাবে কনসার্ট চলার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় শহর আনকোনার কাছে এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। আহতদের মধ্যে দশজনের অবস্থা গুরুতর। স্থানীয় সংবাদমাধ্যমের একাধিক খবরে হুড়োহুড়ির কারণ সম্পর্কে বলা হচ্ছে, ক্লাবের ভেতরে পিপার স্প্রে ছোড়ার পর দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দ্য ল্যান্টারনা আজ্জুরা নামের ক্লাবটিতে র‌্যাপার স্ফেরা এবাস্তার একটি কনসার্ট চলছিল। সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিল। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে চলতি বছর জুন মাসে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা দেখতে বড় পর্দার সামনে জড়ো হওয়া মানুষের মধ্যে আতশবাজির বিস্ফোরণের পর পদদলিত হয়ে দেশ সহস্রাধিক মানুষ আহত হয়েছিলেন। বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ