মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের ঘটনায় কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার বিচার বিভাগ স্বাধীন বলেও উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। অপরদিকে, টেলিকম জায়ান্টের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াঝৌকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে চীন। চীন অটোয়া এবং ওয়াশিংটন উভয়কেই মেং কে আটকের কারণ পরিষ্কার করে জানানোর আহ্বান জানিয়েছে। তাকে আটক করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলেই চীন মনে করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বৃহস্পতিবার বলেছেন, বেইজিং আলাদা আলাদাভাবে যুক্তরাষ্ট্র এবং কানাডা উভয়দেশকেই অবিলম্বে মেং কে আটকের কারণ পরিষ্কার করে জানানোসহ তাকে মুক্তি দিতে বলেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিয়ে হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও কোম্পানির প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতার করা হয়েছে। কানাডার বিচার বিভাগ জানায়, ১ ডিসেম্বর ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করে মেংকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কানাডার চীনা দূতাবাস। মেং ওয়ানঝৌকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।