Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবির কটেজে শিক্ষার্থীর লাশ

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজে জাহাঙ্গীর রাজু নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে এতিম আলী কটেজের একটি কক্ষে তার লাশ দেখতে পান এক শিক্ষার্থী। রাজুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়ার খবর শুনেছি। তবে আত্মহত্যা করেছে কি না আমরা নিশ্চিত নই।

প্রথমে লাশ দেখতে পাওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, দুই দিন আগে তার সঙ্গে সামনা-সামনি কথা হয়েছিল। তাকে সেসময় স্বাভাবিকই মনে হয়েছে। পড়াশোনার পর চাকরি নিয়ে টেনশনে ছিল। সকালে রাজুর বাড়ি থেকে ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান। সকাল সাড়ে ৮টায় অনেক ডাকাডাকি করেও রাজুর কোনো সাড়া মেলেনি। পরে ১১টার দিকে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ