বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বন্দর বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নকে আগামী ৭ দিনের মধ্যে রেজিস্ট্রেশন দেয়া না হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। গতকাল (বুধবার) বন্দরের এমপিবি গেইটে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, রায় অনুযায়ী রেজিস্ট্রেশন প্রদানের ক্ষেত্রে যুগ্ম শ্রম-পরিচালকের অনীহা ও গড়িমসি আদালত অবমাননার সামিল এবং শ্রমিক বান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার অপপ্রয়াস। এর সাথে জড়িতরা শ্রমজীবী জনতার দুশমন। আগামী ৯ মে যুগ্ম শ্রম-পরিচালকের কাছ থেকে রেজিস্ট্রেশন প্রদানের গড়িমসির কারণ জানতে তার দফতরে শ্রমিক-কর্মচারীরা অফিস চলাকালীন সময় পর্যন্ত অবস্থান করবেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের কোন উদ্যোগ নেই। অথচ চট্টগ্রাম বন্দরের তহবিল থেকে পানগাওয়ে টার্মিনালের জন্য নেয়া হয়েছে ১৮০ কোটি টাকা। পায়রা বন্দরের জন্য নেয়া হয়েছে ৪ হাজার কোটি টাকা। সেখানে ভূমি অধিগ্রহণের জন্য নেয়া হবে আরো ৪ হাজার কোটি টাকা। এভাবে চট্টগ্রাম বন্দরকে তহবিল শূন্য করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর বার্থ টার্মিনাল শীপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে হাজী মো: হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর নওশাদ, জহুর আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ হারুনুর রশিদ, আবু তাহের, মো. ইলিয়াছ, হাসান মুরাদ, শফিউল আলম, কামাল, সোহেল চৌধুরী, নূর করিম, সরওয়ার জাহান চৌধুরী, হাজী নাছের, হাজী মোহাম্মদ শফি, মোহাম্মদ নাছির উল্লাহ, আবুল হাসেম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।