নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টিম বিজেএমসিকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলো বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে আরামবাগ ২-১ গোলে হারায় বিজেএমসিকে। বিজয়ী দলের হয়ে মিডফিল্ডার রবিউল হাসান ও ফরোয়ার্ড আরিফুর রহমান একটি করে গোল করেন। বিজেএমসির হয়ে একমাত্র গোলটি শোধ দেন নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু।
‘এ’ গ্রুপের ম্যাচে আরামবাগের এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো সাইফ স্পোর্টিং ক্লাবেরও। দু’দল একটি করে ম্যাচ খেলে ৩ পয়েন্ট করে নিয়ে কোয়ার্টারে উঠে গেল। আরামবাগ-সাইফ শেষ ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ সেরা। অন্যদিকে টানা দু’ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়লো বিজেএমসি। তারা নিজেদের প্রথম ম্যাচে সাইফে কাছে হেরেছিলো ১-০ গোলে।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো আরামবাগ। ফলে ৪ মিনিটেই তারা সফল হয়। এসময় বিজেএমসির গোলরক্ষক সোহাগ হোসেনের ভুলে গোল পায় আরামবাগ। ২৫ গজ দূর থেকে রবিউল হাসানের ফ্রি-কিক গোলরক্ষক সোহাগের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায় (১-০)। অবশ্য ম্যাচের ৩৭ মিনিটে সমতায় ফেরে বিজেএমসি। মিসবাহ উদ্দিন আরিফের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আরামবাগ ডি-বক্সের ভেতর থেকে তড়িৎ শটে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু (১-১)। ম্যাচ সমতায় ফেরার পর আবারো এগিয়ে যেতে মরিয়া হয়ে আক্রমণ চালায় আরামবাগ। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+২ মিনিট) গোলও পায় তারা। পল এমিলের সঙ্গে একবার বল আদান-প্রদান করে বিজেএমসির রক্ষণদূর্গে ঢুকে মাপা শটে লক্ষ্যভেদ করে দলকে ফের এগিয়ে নেন আরিফুর রহমান (২-১)। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি আরামবাগ। বিজেএমসিও ফিরতে পারেনি সমতায়। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আরামবাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।