Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় ৬ পুলিশ সদস্য নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মেক্সিকোর সহিংসতা কবলিত পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোতে ছয় পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সা¤প্রতিক মাসগুলোতে মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে সোমবারের এ হামলা অন্যতম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাত দশকের মধ্যে প্রথম বামপন্থি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের প্রশাসনের ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই এ হামলাটি চালানো হলো। জালিস্কো রাজ্যের সরকারি আইন কর্মকর্তারা টুইটারে জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের তীরবর্তী লা ওয়ার্তা শহরে গোলাগুলি চলার সময় সন্ত্রাসীদের গুলিতে ছয় পুলিশ নিহত ও অপর এক পুলিশ আহত হন। কিন্তু ঘটনাস্থলের এলাকাটি মেক্সিকোর অন্যতম শক্তিশালী মাদক অপরাধী গোষ্ঠী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত। লা হুয়ের্তার পাশেই ভিল্লা পুরিফিকাতিয়ন শহরের অবস্থান। ২০১৫ সালের মে মাসে সিজেএনজির সদস্যরা ওই শহরটিতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল। সাবেক পুলিশ সদস্য ‘এল মেঞ্চো’ নামে পরিচিত সিজেএনজির প্রধান হোতা নেমেসিও ওসেগেরাকে আটক করার এক ব্যর্থ চেষ্টার সময় ঘটনাটি ঘটে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ