Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


গর্ব করার মত রসদ পেয়ে গেলেন কার্লেস অ্যালেনা। অ্যালেনাকে অবশ্য শুধু নাম দিয়ে চেনার কথা নয়। তবে নিজেকে চেনানোর প্রয়োজনীয় প্রতিভা রয়েছে বার্সেলোনা তরুণ মিডফিল্ডারের মধ্যে। ঠিকই ধরেছেন। দলে একের পর এক ইনজুরির থাবা ‘বি’ দলের ২০ বছর বয়সীকে মূল দলে সুযোগ করে দিয়েছে। নিজের পঞ্চম ম্যাচে এসে পেয়ে গেলেন প্রথম গোলের দেখা। সেটাও লিওনেল মেসির মত সতীর্থের পাস থেকে। বাকি জীবনে গর্ব করতেই পারেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের গুরুত্বপূর্ণ এই সদস্য।
মেসির বুদ্ধিদীপ্ত পাস চোখ জুড়ানো ফ্লিক শটে গোলরক্ষকের দেহের উপর দিয়ে জালে পাঠান অ্যালেনা। তার মধ্যে যে প্রতিভার ঘাটতি নেই তা বুঝতে এই গোলটিই যথেষ্ঠ। তরুণ তারকার এই গোলেই ভিয়ারিয়ালের বিপক্ষে পরশু ২-০ ব্যবধানে জিতেছে বার্সা। সেই সঙ্গে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষেও ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। ন্যু ক্যম্পে দলের হয়ে এদিন অন্য গোলটি করেন জেরার্ড পিকে।
পরের ম্যাচে দিপোর্তিভো আলাভেসকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল সেভিয়ার সামনে। তা তো হয়-ই নি, উল্টো আলাভেসের মাঠে ৭৮তম মিনিটে বেন ইয়াদেরের গোলে কোন মতে হার এড়ায় সেভিয়া। পয়েন্ট তালিকার আরেক শীর্ষ চারের দল অ্যাটলেটিকো মাদ্রিদও জিরোনার মাঠে ভাগ্যপ্রসূত ১-১ ড্র করায় লাভ হয়েছে বার্সার। ১৪ ম্যাচে বার্সার পয়েন্ট ২৮। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে সেভিয়া। ২৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো। এক পয়েন্ট করে পিছিয়ে চার ও পাঁচে যথাক্রমে আলাভেস ও রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে এদিন প্রথমার্ধে উসমান দেম্বেলের ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন পিকে। এর আগে গোলের সহজ সুযোগ পায় ভিয়ারিয়াল। ক্লেমেন্ত ল্যাংলেটের দুর্বলতার সুযোগ নিয়ে খুব কাছ থেকে পোস্টে শট নেন জেরার্ড মোরেনো। মেসির বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন সফরকারী গোলরক্ষক আসেনজো। কিন্তু ৭০তম মিনিটে অ্যালেক্স ভিদালের বদলি নামা অ্যালেনাকে থামাতে পারেননি। শেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় জয় পায় বার্সা।
আগামীকাল ঘরের মাঠে কোপা দেল রের ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কালচারাল লিওনেসা। ৩২ রাউন্ডের প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ