Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ইতিহাসগড়া জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ২-০ তে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে জিতে লিড নিয়েছিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারায় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৫০৮ রান তুলে অলআউট হয়। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১১১ রানে গুটিয়ে যায়। ফলোঅনে ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ক্যারিবীয়ানরা তোলে ২১৩ রান।
বাংলাদেশ জেতে ইনিংস ও ২৮৪ রানের ব্যবধানে। এর আগে ২০০৯ সালে উইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশ ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট সিরিজ

২১ নভেম্বর, ২০১৮
৩০ নভেম্বর, -০০০১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ