মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাণিজ্যযুদ্ধ, হুমকি পাল্টা হুমকির পর এ বার এল শান্তির বার্তা। আপাতত তিন মাসের জন্য হলেও, হুমকির সুর নামালেন মার্কিন প্রেসিডেন্ট। কিছুটা নমনীয় হলেন চীনের প্রেসিডেন্টও। আর্জেন্টিনার জি-২০ সম্মেলনের মাঝে বৈঠকে শেষে চলমান শুল্ক যুদ্ধে তিন মাসের জন্য বিরতি ঘোষণা করলেন দু’দেশের প্রেসিডেন্ট। এদিকে, খাসোগি ইস্যুতে বিতর্ক কাটিয়ে সউদী যুবরাজ সালমান ব্যস্ত সময় কাটালেন অধিবেশন ও বৈঠক নিয়ে।
শি জিনপিংয়ের সাথে হাতে হাত মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আগামী পয়লা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তার দেশে ঢোকা চীনা পণ্যের উপর আর বাড়তি শুল্ক চাপানো হবে না। বরং শুল্ক যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে আগামী তিন মাস আলোচনা করবে দু’টি দেশ।
আর্জেন্টিনায় জি-২০ বৈঠকের শেষ দিনের অধিবেশনের মাঝে, শনিবার বুয়েনাস আয়ার্সে নৈশভোজে আর্জেন্টিনার সেরা পানীয় খেতে খেতেই শুল্ক যুদ্ধের বিরতি ঘোষণায় রাজি হয়ে যান ট্রাম্প ও জিনপিং। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর এই বছর প্রথমবারের মতো মিলিত হয়েছেন দুই নেতা।
ট্রাম্পকে সুর নরম করানোর জন্য অবশ্য ছাড় দিতে হয়েছে চীনা প্রেসিডেন্ট জিনপিংকেও। শি জানিয়েছেন, আগামী তিন মাসে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য রফতানির পরিমাণ অনেকটাই বাড়ানো হবে। চীনের বাজারে ঢুকতে মার্কিন সংস্থাগুলিকে আর বাধা দেওয়া হবে না। মার্কিন সংস্থাগুলির কপিরাইট যাতে চীনে চুরি না হয়ে যায়, বেইজিং তার উপরেও নজর রাখবে।
বৈঠকের পর ওয়াশিংটন রওনা হওয়ার আগে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটা দুর্দান্ত বৈঠক হল। যা যুক্তরাষ্ট্র ও চীন, দু’টি দেশের জন্যই অনেক ভাল কিছু হওয়ার অসংখ্য সম্ভাবনার জন্ম দিল।’
এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের কথায় সায় জানায় বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই সাংবাদিকদের বলেন, ‘এর ফলে যে শুধুই চীন ও আমেরিকার মানুষই উপকৃত হতে চলেছেন, তা নয়; এতে ভাল হবে গোটা বিশ্বেরই অর্থনীতির।’ পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিন মাসের মধ্যে আলোচনায় কোনও রফা না হলে আমেরিকায় ঢোকা চীনা পণ্যগুলির উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। হোয়াইট হাউস আরও জানায়, চীন অনির্দিষ্ট কিন্তু বিশাল পরিমাণে মার্কিন কৃষি, জ্বালানি, শিল্প ও অন্যান্য পণ্য কিনতে সম্মত হয়েছে।
এদিকে, ভিন্ন মতাবলম্বী প্রখ্যাত সংবাদকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক জামাল খাসোগি নিহত হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন সউদী যুবরাজ। তিনি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং, ফ্রান্সের এমান্যুয়েল ম্যাখোঁসহ, জার্মানির মার্কেলসহ বিশ্বের বড় বড় সব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সম্মেলনে অংশগ্রহণের পর যুবরাজ সালমানকে ভীষণ হাস্যোজ্জ্বলভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাত মিলান। এর আগে, শুক্রবার সকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন স্থলে এক সৌজন্য সাক্ষাত করেন। সেখানে তারা দু’দেশের মধ্যে নিরাপত্তা, শক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে নানা আলোচনা করেন। পরে তিনি সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি একইদিন দুপুরে রাজধানীর কলোন থিয়েটারে আয়োজিত গাল অনুষ্ঠানে আগত অন্য নেতাদের সঙ্গে অংশগ্রহণ করেন। শুক্রবার সন্ধ্যায় শীর্ষ সম্মেলনের মাঝেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বিন সালমান। যুবরাজের মুখপাত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আরব নিউজ। পরে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কলার সঙ্গেও এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন সউদীর এ যুবরাজ। ধারণা করা হচ্ছে- বিশ্ব নেতাদের সঙ্গে এভাবে সাক্ষাৎ করে বিভিন্ন ইস্যুতে আলোচনা করার মাধ্যমে যুবরাজ সালমান সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ ইয়েমেন ইস্যুতে বিতর্ক কাটিয়ে উঠছেন।
আগামী, ২০২২ সালের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। ঘটনাচক্রে ২০২২ সালেই ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে। তাই ভারতে জি-২০ সম্মেলনের ওই বছরকেই বেছে নেওয়া হয়েছে। শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আয়ার্সে জি-২০ সম্মেলনের বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২১ সালের সম্মেলনের দায়িত্ব নিয়েছে ইতালি। সূত্র: বিবিসি, গালফ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।