বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চিত্র নায়িকা সায়েলাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনয়ন না দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের ভাঙ্গা-সদরপুর-চরভদ্রসন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রোববার সকালে জেলার ভাঙ্গা উপজেলার কোর্ট চত্ত¡রে খন্দকার টাওয়ারে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সদরপুর উপজেলার বিএনপির সভাপতি গোলাম রব্বানী। এসময় সদরপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদু, চরভদ্রসন উপজেলা বিএনপির সভাপতি মোতাজ্জেল মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ সংগঠনের তিন উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চিত্র নায়িকা সায়েলার অশ্লিল ভিডিও চিত্র ইতিমধ্যে ভাঙ্গার বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়ে সমালোচনার সৃষ্টি হচ্ছে। তাকে মনোনয়ন দিয়ে এ আসনে বিএনপির ভড়াডুবি হবে। তাই তারা এ আসন থেকে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার দাবী করেন।
পরে স্থানীয় যুবদল ও ছাত্রদল ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে কোট চত্ত¡রের সড়কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।