নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী বছরের শুরুতেই এক সঙ্গে দুই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন। চলতি বছরের আগষ্টে ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে হয়নি প্রাইজমানি র্যাঙ্কিং টিটি প্রতিযোগিতা এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ। তবে জানুয়ারিতে একসঙ্গে এ দু’টি টুর্নামেন্ট আয়োজন করবে ফেডারেশন। এমনটাই জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর।
প্রায় ৫ মাস আগে টিটি ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলেও এখন অবদি তফশিল ঘোষণা করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। তবে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পরেই নাকি টেবিল টেনিসের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখনো বহাল আছেন নির্বাচিত সাধারণ সম্পাদক মুনীর।
তার সাংগঠনিক তৎপরতায় চলতি বছরের এপ্রিলে ঢাকা মেট্রোপলিটন টিটি প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে। মে মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। এছাড়া মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সাতটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের খেলোয়াড়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।