Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে তাবলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টঙ্গিতে ইজতেমায় সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদে নাটোরে দেওবন্দপন্থী মাওলানা জুবায়েরের অনুসারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

গতকাল বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে জেলার সকল তাবলীগ সাথী ও সর্বস্তরের উলামায়ে কেরামের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সভাপতি মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা রফিকুল ইসলামসহ অন্যরা। বক্তারা সাদপন্থী এতায়াতি ওয়াসিফ ও নাসিম গংদের নারকীয় তান্ডব, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে অগ্নিসংযোগ, নিরীহ তাবলীগ সাথী, উলামাদের ওপর পরিকল্পিত হামলা ও হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

সমাবেশ চলাকালে মানববন্ধনের সাথে একাত্মতা জানান নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় বক্তারা নাটোর মারকাজে সাদপন্থী শরীয়তুল্লাহর অপসারণ করে ওলামাদের কাছে হস্তান্তরের দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য শিমুল, আলেম ওলামাদের পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাবলীগ কর্মীরা মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেন। পরে তাবলীগ নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের কাছে স্মারকলিপি দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ