রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে ক্লাস-পরীক্ষা চালু ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে ৬১ শিক্ষকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহসীন আলী ও আবু বকর সিদ্দিককে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সফিকুল আলমের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় তাদেরকে বহিষ্কার করা হয়। পরে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। গত বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রারের কক্ষে কথা বলার সময় শিক্ষক দ্বারা লাঞ্ছিত হন তিনি। পরে তাকে টেনেহিঁচড়ে রুম থেকে বের করে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।