Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপায় ইবির আরো এক শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেম আর হতাশায় ১১ মাসে ৮ শিক্ষার্থীর আত্মহনন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৬:০০ পিএম

প্রেমঘটিত কারণ ও চাকরী না পাওয়ার হতাশা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক আত্মহননের ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সর্বশেষ ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের আজিমুদ্দীনের পর ঐশী শিকদার নামে আরো এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার ঐশী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ইবির ইসলামের ইতিহাস বিভাগের সদ্য স্নাতক ১ম বর্ষের ছাত্রী ঐশী শৈলকুপা উপজেলার ছোন্দাহ গ্রমের আলাউদ্দীন বিশ্বাসের মেয়ে। ভর্তির একদিন পরই তিনি আত্মহত্যা করেন। শৈলকুপা থানার এসআই মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন ঐশীর পিতা মাতা বাড়ি ছিল না। পরিবারের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীনের কারণে ঐশী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানানো হয়। সেই মোতাবেক কারো প্রতি সন্দেহ না থাকায় ঐশীর লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়। তবে গ্রামবাসি জানায় প্রেমঘটিত কারণে ঐশী আত্মহত্যা করেছেন। ইবির প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান জানান, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে আমি শুনেছি। এদিকে চলতি বছরে ঐশীসহ ইবির ৮ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে প্রেমঘটিত কারনই বেশি। তথ্য নিয়ে জানা গেছে, এ বছর ইবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইমুজ্জামান খান সাঈম শৈলকুপার শেখপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন আবাসিক হলের ২২৯নং কক্ষ থেকে নাজমুল হাসান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় রাষ্টনীতি ও লোক প্রশাসন বিভাগের বিভাগের স্নাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ছাত্র আতিকুর রহমান আতিক (২৫) আত্মহত্যা করেন। এদিকে পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স ফলপ্রার্থী রোকনুজ্জামান ট্রেনের নিচে ঝাপ দিয়ে ও মুমতাহিনা ঝিনাইদহের নিজ বাসায় আত্মহত্যার পথ বেচে নেন। গত শনিবার ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের বাসিন্দা ও আলকোরআন বিভাগের ছাত্র আজিমুদ্দীন বিষপান করলে শনিবার ঢাকা মেডিকেলে মৃত্যু বরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ