বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরীর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম গত শুক্রবার রাতে চীনের সাংহাই প্রদেশের একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মোরশেদুল আলম ছিলেন সদালাপী, বন্ধুবৎসল এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠজন। গত ২৪ নভেম্বর তিনি ব্যবসায়িক কাজে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। এরপর তার চীনের একটি বস্ত্রমেলায় অংশগ্রহণের কথা ছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি জামালখান নিবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মো. নুরুল আলমের ছেলে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চীনের বাংলাদেশ দূতাবাসের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে মেয়র মরহুম মোরশেদের লাশ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। রাজনীতিক সমাজসেবক মোরশেদুল আলমের অকাল মৃত্যুতে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক প্রকাশ এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।