বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সমাজের অবহেলিত শিশু-কিশোরদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন। পুলিশের মত একটি চ্যালেঞ্জিং পেশা থেকে অবসর নেয়ার পরও সামাজিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের ধন্যবাদ জানান আইজিপি।
গতকাল শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বিআরপিওডবিøউএ কমপ্লেক্স সেমিনার হলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডবিøউএ) পরিচালিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি এবং অবহেলিত শিশুদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা এগিয়ে যাও, তোমাদের চলার পথ মসৃণ হোক। আমরা তোমাদের পাশে আছি, থাকবো। আইজিপি বিআরপিওডবিøউএ কমপ্লেক্স নবনির্মিত ডরমিটরি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগরীতে বাংলাদেশ পুলিশ পরিচালিত রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়া, অবহেলিত শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন আইজিপি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও পৃষ্ঠপোষক এম শহীদুল ইসলাম চৌধুরী। এ সময় সমিতির সদস্যগণ এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।