Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেবে ইইউ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজোভ সাগরে ইউক্রেনের নৌবাহিনীর বিরুদ্ধে মস্কোর তৎপরতার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হবে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স। আগামী ১৩-১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ইইউ নেতাদের সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এতে ইউক্রেনে অরাজকতার সৃষ্টির দায়ে শাস্তিস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা, জ্বালানি ও ব্যাংকিং ক্ষেত্রগুলোর ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। আর্জেন্টিনায় এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে ইউরোপ ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়ে যাবে দেশটিকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ