বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার গভীররাতে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক ও যুবদল সভাপতি মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা সদর বাজারের শিমুলতলী এলাকায় উপজেলা বিএনপির অফিস ও থানা মোড় এলাকায় সহযোগী সংগঠনের অফিস বন্ধ করে নেতা-কর্মীরা বাড়িতে চলে যান। গভীর রাতে কে বা কাহারা তাদের দুই অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র লুপাট করে নিয়ে যায়। এ সময় তারা বিএনপি অফিসের সামনে ঝুঁলানো সাইনবোর্ডটিও নিয়ে যায়। অফিসের ভেতরের সামিয়ানা, চেয়ার, টেবিল, ভাঙচুর ও লুট করে। এঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল কার্যালয় পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পর আমি রিটার্নিং কর্মকর্তা জানিয়েছি। গভীররাতে ঘটনাটি ঘটায় আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু ভোট করার জন্য সকলের সহযোগিতা করি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে শেরপুর জেলা নির্বাচনী রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনার কুলি মাহবুব বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।