Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তির অনুমোদন পুতিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম


ইরানের সঙ্গে বহুল আলোচিত মুক্ত বাণিজ্য বিষয়ক চুক্তিকে অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন। এ চুক্তি অনুসারে রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে যুক্ত হতে পারবে ইরান। ক্রেমলিনের জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন এ চুক্তি অনুমোদন করার পর এখন তা ফেডারেল আইন হয়ে গেছে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চুক্তি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। এর আগে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা ও ফেডারেল অ্যাসেম্বলিতে চুক্তিটি অনুমোদিত হয়। এই চুক্তি বাস্তবায়ন হলে ইরান ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও তাদের কাছ থেকে ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পাবে। উল্লেখ্য, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে রয়েছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজিস্তানের মত দেশ। এটি একটা আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এর সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা ও লোকজনের মুক্ত চলাচল ও আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৫ সালে এ সংস্থা গড়ে তোলা হয়। আরটি, পার্সটুডে।

 



 

Show all comments
  • ১ ডিসেম্বর, ২০১৮, ১২:১২ পিএম says : 0
    Very good decision well come Mr. protin.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ