মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সঙ্গে বহুল আলোচিত মুক্ত বাণিজ্য বিষয়ক চুক্তিকে অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন। এ চুক্তি অনুসারে রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে যুক্ত হতে পারবে ইরান। ক্রেমলিনের জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন এ চুক্তি অনুমোদন করার পর এখন তা ফেডারেল আইন হয়ে গেছে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চুক্তি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। এর আগে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা ও ফেডারেল অ্যাসেম্বলিতে চুক্তিটি অনুমোদিত হয়। এই চুক্তি বাস্তবায়ন হলে ইরান ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও তাদের কাছ থেকে ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পাবে। উল্লেখ্য, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে রয়েছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজিস্তানের মত দেশ। এটি একটা আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এর সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা ও লোকজনের মুক্ত চলাচল ও আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৫ সালে এ সংস্থা গড়ে তোলা হয়। আরটি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।