Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১০:২৩ এএম

পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনা জেলা কৃষকলীগের সদস্য ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক এ.কে.এম মাসুদ ফারুককে (৫৩) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

এ ঘটনার পর বিক্ষুব্ধরা হামলাকারী কয়েকজনের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে নারী-শিশু বৃদ্ধসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত মাসুদ সদরের মেদনি ইউনিয়নের বাহির চাপড়া এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মৃত আব্দুল মুকিবের ছেলে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের রাজুর বাজার এলাকার বালুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই আবুল কাশেম ও ভাতিজা রিপন মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মাসুদের সঙ্গে সবুজ খান ও তার পরিবারের বিরোধ চলছিলো। এরই জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় মাসুদকে প্রতিবেশী নয়ন, ফয়সাল, সাফায়েত, লিলু, ইকবাল ও লিপটন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
Reply Reply All Forward



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ