গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৩তম বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিআরইউ কাযালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ। এর আগে সকাল ১০টায় ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়ে।
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। এজিএমের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও অনুমোদন, আর্থিক প্রতিবেদন, সাধারণ সম্পাদকের রিপোর্ট, উত্থাপিত রিপোর্টের উপর সাধারণ আলোচনা ও সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আর্থিক প্রতিবেদন উত্থাপন করেন সংশিষ্ট সম্পাদকরা। আজ শুক্রবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বারের নির্বাচনে মোট এক হাজার ৪৯০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা শুরুর আগে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হয়। এ অনুষ্ঠানে ঢাকা বশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ক্রেস্ট ছাড়াও সনদপত্র ও অর্থের চেক দেয়া হয়। মোট ১৫টি ক্যাটাগরিতে ১৯ জনকে এ পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে চরটি পুরস্কার যৌথভাবে দেয়া হয়েছে।
বেস্ট রিপোর্টিং ্অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে বাণিজ্য ও অর্থনীতি ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন ও জোবায়ের হাসান, সেবা খাতে দৈনিক যায়যায় দিনের ফারুক আলম, অপরাধ ও আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে যৌথভাবে ডেইলি স্টারের ইনাম আহমেদ ও শাখাওয়াত লিটন। নারী, শিশু ও মানবাধিকারে দৈনিক বাংলাদেশের খবরের নাজমুল আহসান রাজু, মুক্তিযুদ্ধে যৌথভাবে দৈনিক সমকালের রাজীব নূর ও আবু সালেহ রনি, শিক্ষায় যৌথভাবে জাগো নিউজ ২৪ ডট কমের মুরাদ হুসাইন ও দৈনিক কালের কণ্ঠের শরীফুল আলম সুমন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জাগো নিউজ ২৪ ডট কমের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাদ্য ও কৃষিতে ঢাকা ট্রিবিউনের বিলকিছ ইরানী, ক্রীড়ায় দৈনিক প্রথম আলোর মাসুদ আলম, রাজনীতি ও সুশাসন ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক। টেলিভিশন ও রেডিও ক্যাটাগরির রাজনীতি ও সুশাসনে ডিবিসি বাংলার রাজীব ঘোষ, বাণিজ্য ও অর্থনীতিতে চ্যানেল ২৪ এর আবদুল কাইয়ুম তুহিন, সেবা খাতে যমুনা টিভির অপূর্ব আলাউদ্দিন, অপরাধ ও আইনশৃঙ্খলায় বিবিসি বাংলার ফারহানা পারভিন এবং নারী, শিশু ও মানবাধিকারে এনটিভির হাসান জাবেদ এই পুরস্কার পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।