Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের আগে হারতে চাই না

ফরহাদ হোসেনের মনোনয়ন বাতিল দাবি

মেহেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেনকে প্রত্যাখান করে বিক্ষোভ ও সমাবেশ মিছিল করেছে মেহেরপুর ও মুজিবনগর এলাকার আওয়াম ীলীগ নেতাকর্মীরা। গত বুধবার দুপুরের দিকে সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

মিছিলে অন্যদের মধ্যে জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ উদ্দিন বিশ্বাস টনিক, সদস্য ইয়ানুস আলী, মেহেরপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, দারিয়াপুর ইউপি যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টনি, বাগোয়ান ইউপি যুবলীগের সভাপতি আজিজুল হক, মহাজনপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বল্টু, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম, মুজিবনগর উপজেলা স্বোচ্ছাসেবকলীগে সাবেক সভাপতি মিসকিন আহমেদসহ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে কোট মোড়ে সংসদ সদস্য নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখেননি, জনবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা বলেন, ভোটের আগে আমরা হারতে চাইনা। প্রার্থী পরিবর্তন না করলে হার নিশ্চিত। মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন নেতাকর্মীরা এসময় মানিনা না মানবো না ইত্যাদি স্লোগান দিয়ে প্রার্থী প্রত্যাহার করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ