Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাই উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক ভাবে তিনি উপজেলা বিএনপির সভাপতি পদে আছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ঢাকা-২০, ধামরাই আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন। সংসদ নির্বাচনে অংশ নেয়ার কারণে গত বুধবার সকালে পদত্যাগপত্র জমা দেন স্থানীয় সরকারের সিনিয়র সচিব গোলাম ফারুকের কাছে। এ পদত্যাগপত্রের কপি ঢাকা জেলা প্রশাসক ও উপজেলার নির্বাহী অফিসারের নিকট জমা দিয়েছেন তিনি। পদত্যাগ পত্র হাতে পেয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তমিজ উদ্দিন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি তিনবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবার তিনি ঢাকা-২০, ধামরাই আসনে বিএনপির চিঠি পেয়েছেন। তিনি ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ৪ বারের সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ