Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় জেলা যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ৮:১৪ পিএম

নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহতের নাম এ কে এম মাসুদ ফারুক (৫২)। তার পিতার নাম মৃত আবদুল মুকিত। তার বাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালুয়াখালী এলাকায়। মাসুদ রাজনীতির পাশাপাশি ঠিকাদারী ব্যবসায় জড়িত ছিল।
নিহত মাসুদের বড় ভাই সোহেল জানান, তার ছোট ভাই জেলা যুবলীগের নেতা মাসুদের ছেলে স্বাধীনের সাথে কিছুদিন আগে বালুয়াখালী এলাকার সবুজের ছেলে নয়নের মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়। এরই জের ধরে সবুজ গংরা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুর বাজার এলাকায় মাসুদের চেম্বারের সামনে পেয়ে রামদা দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ