Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বায়তুল মোকাদ্দাসের মর্যাদাহানি করতে দেয়া হবে না : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ৮:০৯ পিএম | আপডেট : ১২:০৬ এএম, ৩০ নভেম্বর, ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বকে হতাশ করেছে। দখলদার ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনিদের আন্দোলন ও সংগ্রামের প্রতি সমর্থন দিতে সকল স্বাধীনতাকামী মানুষের প্রতি আহবান জানিয়েছেন তিনি। অবৈধ দখলদাররা যাতে এ পবিত্র শহরের মর্যাদাহানি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলে সতর্ক দেন। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা শীর্ষক ৩৪তম স্থায়ী কমিটির বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, গোটা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিন সংকটের সমাধান এবং সেখানে চলমান সংঘাত ও যুদ্ধ অবসানের লক্ষ্যে অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা তাদেরকে চরম হতাশ করেছে। ফিলিস্তিনি জাতির পাশে দাঁড়ানোর বিষয়ে মুসলিম বিশ্বের প্রতিশ্রুতির প্রতি গুরুত্বারোপ করে তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, যতদিন মুসলমানসহ সব শ্রেণীর মানুষ ন্যায় এবং স্বাধীনতা রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবেন ততদিন পর্যন্ত ফিলিস্তিনের অস্তিত্ব টিকে থাকবে। পবিত্র বায়তুল মোকাদ্দাস পরিদর্শনে যেতে তিনি নিজ জাতিকে উৎসাহিত করবেন বলে প্রতিশ্রæতি ব্যক্ত করে এরদোগান বলেন, অবৈধ দখলদাররা যাতে এ পবিত্র শহরের মর্যাদাহানি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের বায়তুল মুকাদ্দাসকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে মুসলমানদের এ পবিত্র শহরে স্থানান্তরের ঘোষণা দেন। পার্সটুডে।



 

Show all comments
  • আমিনুল ইসলাম লিটন ২৯ নভেম্বর, ২০১৮, ৯:৫৩ পিএম says : 0
    আমরা মুসলিম জাতি হিসেবে এই পবিত্র স্থান রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।আল্লাহ সর্বশক্তিমান।আমাদের সাহায্য করুন।
    Total Reply(0) Reply
  • Me Habibur Rahman ১ ডিসেম্বর, ২০১৮, ৪:০৪ পিএম says : 0
    Perfect news.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ