Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনোয়ারায় আ‘লীগ প্রার্থী জাবেদের মনোনয়নপত্র দাখিল

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৪:৪৭ পিএম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ বুধবার দুপুর ১২টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গৌতম বাড়ৈর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন তাঁর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি,দক্ষিণ জেলা আ‘লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মো.ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আ‘লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,কর্ণফুলী উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনিসহ উপজেলা আ‘লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। মনোনয়নপত্র দাখিলের সময় আনোয়ারা উপজেলা পরিষদ এলাকায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ উৎসুক জনতা নেতাকে স্বাগত জানাতে ভিড় করেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী দলের মহাসচিব মাওলানা এম এ মতিন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. জাহাঙ্গীর আলম রেজভীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.ইলিয়াস হোসেনের কার্যালয়ে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে। এর দুইদিন আগে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা এরফানুল হক চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনোয়ারা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ