রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারার নবনির্বাচিত এগারো জনের মধ্যে নয় ইউপি চেয়ারম্যানকে শপথ গ্রহণ করালেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে মামলা জনিত কারণে বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও অসুস্থতার কারণে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ শপথ গ্রহণ করতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত, জনগণের সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর যে অঙ্গিকার রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। কোন ধরনের দেশ বিরোধী কার্যকলাপ ও দুর্নীতির সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, বৈরাগ ইউনিয়নের নোয়াব আলী, বারশতের এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়ার মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনের হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদরের অসীম কুমার দেব, চাতরীর আফতাব উদ্দিন চৌধুরী সোহেল , হাইলধরের কলিম উদ্দিন ও জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. ইদ্রিস।
উল্লেখ্য, আনোয়ারায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১০ জন এবং ৩১ জানুয়ারি নির্বাচনে ১ জনসহ ১১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।