Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় বন্যহাতির হামলায় আহত ১

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১৮ পিএম

আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় বন্যহাতির আক্রমণে একজন আহত হয়েছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে এক জোড়া বন্যহাতি লোকালয়ে হামলা চালায়।


হাতির ধাক্কায় হজরত ভোলা শাহ (র.) মাজার গেট ও কবরস্থানের দেয়াল ভেঙে যায়। আহত হন চাঁপাতলীর বাসিন্দা জানে আলম। হাতির তাণ্ডব চলে জয়নগর পাড়া এলাকায়ও। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ডিএইচ মনসুর বাংলানিউজকে জানান, একটি বড় হাতি ও একটি ছোট হাতি কয়েক দিন ধরে লোকালয়ে নেমে আসছে। দিনের বেলা হাতিগুলো দেয়াং পাহাড়ে থাকে। রাতে লোকালয়ে নেমে আসে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, হাতির আক্রমণের খবর পেয়েছি। বন বিভাগের লোকজনসহ হাতি তাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাহাড়ে কলাগাছসহ হাতির খাদ্য কমে যাওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ