Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিভিতে আজ আনোয়ারা সৈয়দ হকের ‘ঝড়’

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিটিভিতে আজ ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন। শেষ দিনের বিশেষ আকর্ষণ হিসেবে আজ থাকছে আনোয়ারা সৈয়দ হকের গল্প ও চিত্রনাট্যে নির্মিত বিশেষ নাটক ‘ঝড়’। নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নারীর অধিকার ও স্বাধীনতাই নাটকের প্রতিপাদ্য। মূখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, নওশীন ও হিল্লোল। নওশীন ও হিল্লোল দম্পতির ঘরে খুশির জোয়ার। সন্তানের বাবা-মা হতে যাচ্ছে তারা। পেশাগত ব্যস্ততায় দিনের পুরোটা সময় বাড়ির বাইরে কাটে হিল্লোলের। নওশীন ঘরের স্ত্রী তাই বাড়ির বাইরে যাওয়া বারণ, একটা চাকরি কিংবা নিজের মতো করে জীবনটা উপভোগ করতে চাইলেও স্বামীর বিধি নিষেধের কারণে সাহস হয় না। এক ঝড়ের রাতে তাদের বাসায় বেড়াতে আসে নওশীনের বড় বোন ত্রপা। কয়েকটা দিন বেড়তে এসে নতুন এক ঝড় তুলে দিয়ে যায় সে নওশীন-হিল্লোলের জীবনে। সেই ঝড়ে ক্রমেই বদলে যেতে শুরু করে তাদের জীবনের গল্প। নাটকটি প্রচারিত হবে আজ ঈদের ষষ্ঠ দিনে রাত ৮টা ৩০ মিনিটে বিটিভিতে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিভিতে আজ আনোয়ারা সৈয়দ হকের ‘ঝড়’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ