মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে একটি রাসায়নিক প্লান্ট বিস্ফোরণে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে দেশটির উত্তরের হেবেই প্রদেশের ঝাংজিয়াকো শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২২ জন। স্থানীয় সরকার এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বিস্ফোরণের এক ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ও আগুন বের হচ্ছে।
এ ছাড়া, বিভিন্ন স্থিরচিত্রে দেখা গেছে, প্লান্টের কাছে সড়কে থাকা গাড়ি ও ট্রাক জ্বলছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণে কমপক্ষে ৫০টি গাড়ি পুড়ে গেছে।
এ ঘটনার পর নিকটস্থ হেবেই শেংহুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কো. এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে বলে ওই চুল্লির এক নারী কর্মকর্তা জানিয়েছেন। হেবেই শেংহুয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান চেমচাইনার এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, শেংহুয়ায় ওই বিস্ফোরণ ঘটেনি। অন্য একটি প্রতিষ্ঠানের প্লান্টে বিস্ফোরণ ঘটে।
সিনহুয়া জানিয়েছে, ওই প্লান্টে বিস্ফোরণের পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চীনের বেইজিং থেকে ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ঝাংজিয়াকো শহরে রাজধানীর পাশাপাশি ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চীনে ২০১৫ সালের আগস্টে একটি রাসায়নিক গুদামে আগুনে ১৫৬ জন নিহত হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।