Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলা বিএনপির নির্বাচনী প্রস্তুতিসভায় হামলা

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাদ গ্রামে গতকাল সকালে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছে। এতে অন্তত বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় ৩টি মটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। চরফ্যাশন উপজেলা বিএনপির সভাপতি আলমগীর মালতিয়া অভিযোগ করেন, বিএনপির সাবেক এমপি ও ভোলা-৪ আসনের সম্ভব্য প্রার্থী নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে আয়শাবাদ গ্রামে জামাল মেম্বারের বাড়ি বিএনপির একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং তিনটি মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
অপরদিকে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপির দুটি গ্রুপ জামাল ও রফিক গ্রুপের মধ্যে অভ্যান্তরীণ কোন্দলের জেরধরে হামলার ঘটনা ঘটে।
এঘটনার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।
এদিকে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, হামলার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ