Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিতে আসা নিয়ে অবশেষে মুখ খুললেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চূড়ান্ত করা হয়। ২৩০টি আসনে মনোনয়ন দেওয়ার কথা জানালেও এখন পর্যন্ত (রিপোর্টটি লেখা পর্যন্ত) ২১১টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দলটি। শতাধিক ক্রীড়া ব্যক্তিত্ব নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত ১৭ জনকে চূড়ান্ত করা হয়েছে।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে নড়াইল-২ আসন থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়। আসন্ন বিশ^কাপের আগে তার নির্বাচনে অংশ নেওয়ার খবরে একদিকে যেমন পেয়েছেন সাধুবাদ অপর দিকে সমালোচনাও কম শুনতে হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে।

এতদিন নিশ্চুপ থাকলেও অবশেষে ভক্ত সমর্থকদের এই সমালোচনার জবাবে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক। এদিন সন্ধ্যায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভ্যারিফায়েড পেজে তার দিকে ছুটে আসা সব প্রশ্নের উত্তর দিলেন মাশরাফি।

ফেসবুকে মাশরাফির দেয়া পুরো পোস্টটি দৈনিক ইনকিলাবের পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো:

‘২০০১, ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনও আপোস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা।

রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই। কারণ, সবসময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। নাহলে হয়তোবা ২০১১ সালেই হারিয়ে যেতাম। এই মাশরাফিই হয়তো এতদিনে থাকতো না। ২০১১ সালে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে এই সাত বছর চলতে সহায়তা করেছে। এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেটাও জানি না। তাই আমি সময়কে মূল্যায়ন করেছি। সময়ের ডাক শুনেছি। কারণ আমি বিশ্বাস করি, সময়ের কাজ সময়েই করা উচিত।

বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে, উপলব্ধি করেই বেড়ে উঠেছি। পড়াশোনা করে, অনেকের কাছে শুনে যতটুকু জেনেছি, সেসব থেকেই উনাকে হৃদয়ে ধারণ করেছি। আর মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিকভাবেই আমার অস্থি-মজ্জায়, মননে-মগজে।

এখন বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করছেন, তার সারথি হয়ে আমার এলাকার জন্য কিছু করতে চাই। এটা যদি করতে না পারি, তাহলে আমার কাছে মনে হবে, আমার এলাকার প্রতি আমি মোটেও সুবিচার করছি না। বঞ্চিত করছি। ক্রিকেট খেলতে খেলতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সামাজিক কাজ করেছি; আমার মনে হয়েছে, সেটুকুই যথেষ্ট নয়। আরও বড় পরিসরে করার সুযোগ খুঁজেছি সবসময় এবং রাজনীতি আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে।

কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না। যে যার আদর্শ নিয়ে সুন্দর জীবন-যাপন করবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধে সহনশীল ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করবে, সেটিই আমার চাওয়া।

অনেকেই প্রশ্ন তুলছেন, আমাদের মতো মানুষ কেন রাজনীতিতে আসবে! সত্যি বলতে, আমি জানি না, আমি কেমন মানুষ। ভালো মানুষ হিসেবে আমার যে পরিচিতি ছড়িয়েছে, সেটাও আমার ভেতর বারবার প্রশ্ন জাগিয়েছে, কেন আমি ভালো মানুষ? দুটি বল করে, আপনাদের কয়েকটি আনন্দের মূহুর্ত উপহার দিয়ে, দু’জনকে জড়িয়ে ধরেই যদি ভালো মানুষ হওয়া যায়, তাহলে ¯্রফে এরকম ভালো মানুষ হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। সত্যিকার অর্থেই আমি কেমন মানুষ, আমার বিশ্বাস, সেটি বিচার করার সময় সামনে। যদি আমি নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার দল সরকার গঠন করে, তার পর আমার কর্মেই ফুটে উঠবে আমি কতটা ভালো মানুষ।

জানি, বলা যত সহজ, কাজ করে দেখানো তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জটা নিতে আমি পিছপা হইনি। চাইলেই আমি নিজের সহজাত পরিবেশের ভেতর থাকতে পারতাম। কিন্তু আমি স্বপ্ন দেখি, আমার এলাকার মানুষ সমৃদ্ধির পথে আরেক ধাপ এগিয়ে যাক। আলো ছড়িয়ে পড়ুক নড়াইলবাসীর উপর। আমি চাই সমৃদ্ধ নড়াইল। সেই পথে আমার যত কষ্টই হোক, আমি থাকবো আমার প্রিয় নড়াইলবাসীর পাশে।

মনোনয়নপত্র কেনার সপ্তাহখানেক আগে আমার মেয়েকে আমি ব্যাংককের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু আমি ভেবেছি, ওই মানুষটির কথা, যে আরও অনেক জটিল রোগে আক্রান্ত হয়েও প্রাপ্য চিকিৎসা পাচ্ছে না। আমি ভেবেছি সেই ছেলে-মেয়েদের কথা, যারা প্রতিভাবান হয়েও মফস্বল থেকে উচ্চশিক্ষার দুয়ার পর্যন্ত যেতে পারছে না। ভেবেছি খেটে খাওয়া সেই মানুষদের কথা, যারা দিন-রাত পরিশ্রম করেও প্রাপ্যটুকু অনেক সময় পাচ্ছে না।

আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব সচেতন, যোগ্য ও ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। অনেকেই হয়তো সাহস করে উঠতে পারেননা নানা কারণে, মানসিক সীমাবদ্ধতায়। আমার মনে হয়েছে, মানসিক বাধার সেই দেয়াল ভাঙা জরুরি। তাই ভেতরের তাগিদ পূরণের উদ্যোগটা আমিই নিলাম। ক্রিকেটের মাঠে দেড় যুগ ধরে তিলতিল করে গড়ে ওঠা মাশরাফির অবস্থান হয়তো আজ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনীতির মাঠে নামার কারণে। কিন্তু আমি নিজে সত্যিকার অর্থেই রোমাঞ্চিত নতুন কিছুর সম্ভাবনায়। আমি আশা করি এমন কিছু করতে পারব, যা দেখে ভবিষ্যতে হাজারও মাশরাফি এগিয়ে আসবে ইনশাল্লাহ।

আমি আবারও বলছি, কোনো ব্যক্তি বা দলকে আঘাত করার ইচ্ছে আমার নেই। কেবল সময়ের দাবি মেটানোর চেষ্টা করছি মাত্র। আশা করি, আপনাদের ভালোবাসা আমাকে এই ইনিংসেও সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সমর্থন ও দোয়ায় সিক্ত হতে চাই।’



 

Show all comments
  • GD. ASHABUL ILMAN ২৬ নভেম্বর, ২০১৮, ১২:৫১ এএম says : 1
    আল্লাহ আপনার আশা পূরন করুক। আপনার কথা ঠিক আছে বলে আমি মনে করি। কিন্তু এই নীতির সাথে বাস্তবের মিল থাকে না। আপনার থাকবে কি না জানিনা। তারপরো শুভকামনা রই।
    Total Reply(0) Reply
  • Md.shabuz akanda ২৬ নভেম্বর, ২০১৮, ১:০৩ এএম says : 1
    আমি আশা করি অবশ্যই তুমি জিদবে
    Total Reply(0) Reply
  • মাহফুজুর রহমান সরকার ২৬ নভেম্বর, ২০১৮, ১:২৬ এএম says : 0
    একজন ভালো মানুষ এর ব্যাক্তিগত যে গুন থাকে সেটা তার কথায় বুঝা জায়। মাশরাফি ভাই ইউ আর গ্রেট, এগিয়ে জান আমরাআপনারসাথেই আছি এবং থাকবো
    Total Reply(0) Reply
  • Muhammed Haque ২৬ নভেম্বর, ২০১৮, ৩:১৬ এএম says : 0
    Its very good you want to do something for Bangladesh, but why fascist Awami League ! the party full of ........... and the party who hijacked civil rights of ordinary people in Bangladesh ! It is a wrong decision to join a ....... party
    Total Reply(1) Reply
    • saif ২৬ নভেম্বর, ২০১৮, ৯:৫৩ এএম says : 4
      Brother, dont be blind about party. BAL or BNP in our country even you will not support his new party so this is his best decision.
  • মোঃ আব্দুল কাদির ২৬ নভেম্বর, ২০১৮, ৩:১৯ এএম says : 0
    অভিনন্দন
    Total Reply(0) Reply
  • Feroz ২৬ নভেম্বর, ২০১৮, ৫:১০ এএম says : 1
    তুমি ১৬কোটি মানুষের, তুমি কোন দলের নও। তা হলে, দল কেনো, দল ছাড়া নির্বাচক করে জেতো না, তুমি নতুন দল গঠন কর,ইমরান খানের মত করে। সেটা করলে না কেনো? তারপর ও তোমার প্রতি দোয়া রহিলো শুভেচ্ছা ও শুভোকামনা রহিলো,।
    Total Reply(0) Reply
  • Nizam ২৬ নভেম্বর, ২০১৮, ৬:২৫ এএম says : 0
    Allah know everything best
    Total Reply(0) Reply
  • Nizam ২৬ নভেম্বর, ২০১৮, ৬:২৬ এএম says : 0
    Allah know everything best
    Total Reply(0) Reply
  • M Tajul Islam ২৬ নভেম্বর, ২০১৮, ৭:০৯ এএম says : 0
    পাকিস্তানের ক্রিকেটার প্রধানমন্ত্রী হতে পারলে বাংলাদেশের ক্রিকেটার এমপি হওয়া কঠিন কিছুনা।
    Total Reply(0) Reply
  • husain ahmad ২৬ নভেম্বর, ২০১৮, ৮:৫০ এএম says : 0
    একজন ভালো মানুষ এর ব্যাক্তিগত যে গুন থাকে সেটা তার কথায় বুঝা জায়। মাশরাফি ভাই ইউ আর গ্রেট, এগিয়ে জান আমরা আছি আপনার সাথে এবং থাকবো।ইনশা আল্লাহ।কিন্ত ১ টি প্রশ্ন,দেশ বাসি আপনাকে, এখন ভিন্ন চোখে কেন দেখছে সেটা নির্ধরণ করা আপনার একান্ত কর্বতব্য।
    Total Reply(0) Reply
  • md kamruzzaman ২৬ নভেম্বর, ২০১৮, ৯:৩২ এএম says : 0
    মশরাফির জন্য শুভ কামনা রইল,তবে আমরা চাইব সে যেন,তার নিজ আদর্শে অটুট থাকে।
    Total Reply(0) Reply
  • saif ২৬ নভেম্বর, ২০১৮, ৯:৫৭ এএম says : 0
    নাড়াইল বাশি অনেক ভাগ্যবান যে তারা মাশরাফির মত প্রার্থী পেয়েছেন। আল্লাহ্‌ মাশরাফির প্রতি রহমত করুন এবং তাকে রক্ষা করুন সকল বিপদ আপদ থেকে এবং দেশের ও দেশের মানুষের কল্যানে কাজ করার তৌফিক প্রধান করুন।
    Total Reply(0) Reply
  • Kamal siddique ২৬ নভেম্বর, ২০১৮, ১০:১৪ এএম says : 0
    There is a saying "Black wiLl take no other hue .no good man exercises awami league . I respect your decision but awami league.
    Total Reply(0) Reply
  • RabiulAlam Liton ২৬ নভেম্বর, ২০১৮, ১১:০০ এএম says : 0
    অভিনন্দন
    Total Reply(0) Reply
  • সোহেল আরমান ২৬ নভেম্বর, ২০১৮, ১১:২৪ এএম says : 0
    আপনি আমাদের মাঝে একজন ভাল মানুষ হিসাবে থাকবেন। এটাই আমরা আশা করি কোন রাজনীতিক ব্যাক্তি হিসাবে না।
    Total Reply(0) Reply
  • MOHAMMAD JAMAL AKHON ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ পিএম says : 0
    একজন মানুষ যখন বুঝতে শিখে এবং স্বপ্ন দেখা শুরু করে, তখন তা বাস্তবায়ন করার জন্য তাকে সেইভাবে এগুতে হয়। মাশরাফি হয়তো স্বপ্ন দেখেছিলেন তিনি একজন ভালো ক্রিকেটার হবেন, তাই তার পরিশ্রমের ফসল তিনি একজন বিশ্বমানের ভালো ও দক্ষ ক্রিকেটার । তাই তিনি ক্রিকেট বিশ্বে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ক্রিকেটার মাশরাফি যদি স্বপ্ন দেখেন বা মনের ভিতর আশা পোষণ করে থাকেন যে তিনি রাজনৈতিক নেতা হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করবেন তাতে দোষের কিছু নয়। অনেকে হয়তো বলতে পারেন রাজনীতি না করেও দেশ সেবা করা যায়। তা করা যায় ঠিকই কিন্তু পরিধি বা বিস্তৃতি অনেক কম। একটা দুটো হাসপাতাল বা এতিমখানা বা স্কুল কলেজ করে দিলেই হয় না। আর তার স্বপ্ন যদি হয় এমন যে, দেশের মানুষকে সকল ক্ষেত্রে সেবা বা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন একজন রাজনৈতিক নেতা হয়ে তাতে দোষ কি । দেখুন রাজনীতিতে সবাই কলংকিত নয়। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক মহান মানুষ বা নেতা আছেন যারা দেশের মানুষের সেবায় কাজ করে গেছেন। তাই আমাদের সবার উচিদ নির্বাচনে একজন যোগ্য ও সৎ মানুষকে নির্বাচিত করা। মাশরাফি যদি জাতীয় সংসদ নিবার্চনে জিতে সংসদ সদস্য হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সবার মন জয় করতে পারে সেটাই হবে তার আত্মতৃপ্তি বা সার্থকতা আর মেহনতি মানুষের জয়। শুধু মাশরাফি নয় আমরা চাই দক্ষ, সৎ ও যোগ্য নেতা যে দেশের সেবায় আত্মনিয়োগ করবে, তার নিজের পরিবারের জন্য নয়।
    Total Reply(0) Reply
  • Mostafizar rahman ২৬ নভেম্বর, ২০১৮, ১:২১ পিএম says : 0
    আমরা চাই প্রধান মন্ত্রী দেখতে বাট মন্ত্রী নয়
    Total Reply(0) Reply
  • মুহা:আ: কুদ্দুস ২৬ নভেম্বর, ২০১৮, ৩:৫৩ পিএম says : 0
    স্বাধীনতা পরবর্তি.. যারাই দেশ শাসন করেছে প্রতিটি দলই বিভিন্ন কারনে বিতর্কিত,আপনাদের মতো মানুষ যারা দল মত নির্বিসেষে সকল মানুষের ভালোবাসায় শিক্ত,সেই আপনারা কেনো দলীয় মনোনয়ন নিলেন?আপনিতো স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে পারতেন তাহোলে তো আপনার জনপ্রীয়তা কমতোনা বরং বেড়ে যেতো অনেকাংশে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৪ জানুয়ারি, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ