নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রতিটি প্রবেশ পথেই আছে ট্রান্সটেল মেশিন। টিকিটের বারকোড স্বয়ংক্রিয় মেশিনে চেক করে স্ব স্ব গ্যালারিতে ঢুকতে হয় দর্শককে। অথচ, বিসিবি’র অ্যাক্রিডিশন কার্ডধারী কেউ কেউ যে এই নিয়ম তোয়াক্কা না করে ট্রান্সটেল গেটের বেস্টনি বিনা বাধায় পেরিয়ে আত্মীয় স্বজন, পরিচিতজনদের স্টেডিয়ামে ঢোকানোর ক্ষমতা রাখেন Ñগতপরশু নিরাপত্তারক্ষী এবং দৈনিক ভাতায় বিসিবি’র নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ভো দৌড় দিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরা দর্শক মেহেদী হাসানই তার জ্বলন্ত প্রমান। জানেন, মাত্র ১০০ টাকার পূর্ব গ্যালারির টিকিট দিয়েই মেহেদী নামের ওই মাশরাফি ভক্ত নাকি বিসিবি’র লজিস্টিকস কমিটির এক সদস্যের সহযোগিতায় দেখেছেন গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা! এমন তথ্য দিয়েছেন বিসিবি’র প্রধান নিরাপত্তা উপদেস্টা মেজর (অব.) হোসেন ইমামÑ ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই ছেলেটি ১০০ টাকার টিকিট দিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন। তাকে অবৈধ এই সুযোগটি করে দিয়েছে আমাদেরই পরিচিত এক জন। আমাদের যে ছেলেটি তাকে ভেতরে এনেছিল, তার ফোন বন্ধ। বাসায় পুলিশ গিয়েছিল পাওয়া যায়নি। ওকে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।’
গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে সশস্ত্রজঙ্গি হামলায় ১৮ বিদেশীসহ ২০ জন নিহত হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যখন বাড়তি নিরাপত্তা বেস্টনী তৈরি করা হয়েছে খেলার মাঠ এবং হোটেলে, বাড়ানো হয়েছে নজরদারি, সাংবাদিকদের পর্যন্ত পড়তে হচ্ছে ভোগান্তিতে, সেখানে স্পর্শকাতর গ্যালারি বলে খ্যাত গ্র্যান্ড স্ট্যান্ডে পূর্ব গ্যালারির টিকিট দিয়ে ঢুকল কিভাবে ওই ক্রেজি দর্শক? সরষেতেই তো ভুত! মাঠে ঢুকে জড়িয়ে ধরা ছেলেটির প্রতি সহানুভুতি দেখিয়েছেন মাশরাফি। গত পরশু রাতে সংবাদ সম্মেলনে সে সহানুভুতিই প্রকাশ পেয়েছে মাশরাফির কথায়। গত রাতে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেয়েছে ছেলেটি। তবে ওই ঘটনাটি সতর্ক করেছে বিসিবি’র নিরাপত্তা বিভাগকে। মাঠের নিরাপত্তায় নিয়োজিতরা এতোদিন মনের আনন্দে দেখতেন খেলা। এখন থেকে তাদের চোখ থাকতে হবে স্টেডিয়ামের গ্যালারির দিকে, সেই সতর্কবার্তাই নিরাপত্তা রক্ষীদের দিয়েছেন বিসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টাÑ ‘খেলা চলাকালে মাঠের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে খেলা দেখা চলবে না। নজর রাখতে হবে গ্যালারির দর্শকদের দিকে। এটাই জানিয়ে দেয়া হয়েছে মাঠের নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।