মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলেসহ ৯ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত থেকে ২০১৫ সালে মৃত্যুদন্ড পাওয়া ১৫ জনের মধ্যে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদন্ড করা হয়েছে। ২০১৩ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের সময় সাবেক অ্যাটর্নি জেনারেলকে হত্যার অভিযোগ এ আদেশ দেয়া হয়েছে।
যে ৯ জনের মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে তার মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে মোহাম্মদ তাহা রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনার খবরে বলা হয়েছে, কায়রোর পূর্বাঞ্চলে ২০১৫ সালের এক গাড়ি বোমা হামলায় অ্যাটর্নি জেনারেল হিসাম বারাকাত নিহত হন। নিম্ন আদালতে ১৫ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদন্ড দেওয়া হয়। আর ৯ জনের সাজা বহাল রাখা হয়।
উল্লেখ্য, মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।