Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরক্কো উপকূলে পনেরো অভিবাসীর লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভূমধ্যসাগরের মরক্কো উপকূলে একটি অচল জাহাজ থেকে ১৫ জন অভিবাসীর লাশ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। কয়েকদিন ধরে সাগরে অচল হয়ে পড়েছিল। জাহাজটি থেকে আরও ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামরিক সূত্র জানায়, ইঞ্জিন নষ্ট নয়ে যাওয়ার পর চারদিন ধরে ভূমধ্যসাগরে জাহাজটি চারদিন ধরে অচল অবস্থায় ছিল। জাহাজটি থেকে প্রাণহীন ১৫টি দেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ৫৩ জনের মধ্যে আট নারী রয়েছেন। তাদেরকে স্থানীয় নাদোর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এদের বেশিরভাগই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের অধিবাসী। সম্প্রতি মরক্কো ও সাব-সাহারা অঞ্চলের অভিবাসীদের স্পেনে প্রবেশ বেড়েছে। তারা সাগর পাড়ি দিয়ে বা স্পেনের ছিটমহল সিউটা ও মেলিলায় পাচার হয়ে ইউরোপের দেশটিতে প্রবেশের চেষ্টা করছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এই বছরে এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার অভিবাসী সাগরপথে স্পেনে প্রবেশ করেছে। এছাড়া এই সময়ের মধ্যে ৬৩০ জনের বেশি নিহত বা নিখোঁজ হয়েছেন সাগর পাড়ি দিতে গিয়ে। এর আগে শুক্রবার মরক্কোর নৌবাহিনী ২৮৯ জন অভিবাসীকে উদ্ধার করে। মরক্কো কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে ৬৮ হাজারটি ঘটনা প্রতিহত করেছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ