পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোন্তাহার স্টিল মিলে দগ্ধ ১২ শ্রমিকের মধ্যে দুইজন মারা গেছেন। গত শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে, গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ একইপরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ঘটনায় নিহতরা হলেনÑ মাসুম ও নয়ন। তারা মুনতাহা স্টিল মিলের জেনারেল হেলপার। এর মধ্যে মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানী পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও নয়ন মুন্সীগঞ্জের আব্দুর রশিদ ঢালীর ছেলে।
চিকিৎসাধীন শ্রমিকরা বলেন, গত শুক্রবার দুপুরে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করার সময় গলিত লোহা পড়ে কারাখানার ১২ শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত ১২ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের মধ্যে দু’জনের মৃত্যু হল। চিকিৎসাধীন দগ্ধ অপর শ্রমিকরা হলেন- মানিক (২৬), শাকিল (২৬), জাফর (২৫), রূপক (২০), সুজন (২৮), আরিফ (২৩), রানা (২২), সজিব (২৫), সালাউদ্দিন (২৬), গোপাল মÐল (২৭), কবির (৩৫) ও মাসুদ (২৬)।
বার্ন ইউনিট সূত্র আরও বলেন, রাজধানীর কামরাঙ্গীরচরে মুসলিমবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেনÑ মুসলিমবাগ এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী রিপা (২০), তার শিশু সন্তান রাফসান (২) ও রিপার বড় বোন শারমিন (২২)। গতকাল বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ শারমিনের স্বামী বারেক মিয়া বলেন, আমরা সবাই মিলে একটি সেমিপাকা ঘরে থাকি। ঘরের পাশে একটি গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। সেখানে কেউ থাকতো না। গতকাল দুপুরে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আমাদের ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে আমার স্ত্রী, শালিকা এবং ভাগনে দগ্ধ হয়। বার্ন ইউনিটের চিকিৎসকরা বলেন, রিপার শরীরের ১০ শতাংশ, রাফসানের ২৫ শতাংশ এবং শারমিনের ৮ শতাংশ পুড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।