নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার ডিফেন্ডার সোহেল রানার স্ত্রী ও তিন বছরের পুত্র। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে সোহেল রানাকে।
গতকাল মানিকগঞ্জের নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে সাভারের নবীনগর এলাকায় তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্র্যাক। ঘটনাস্থলেই নিহত হন সোহেলের স্ত্রী আফরিন ও শিশুপুত্র আবদুল্লাহ আফরান। মর্মান্তিক এই দুর্ঘটনার পর শেখ রাসেলের ম্যানেজার সালেহ জামান সেলিম জানান, সোহেল এখন পাগলপ্রায়। ফ্যাল ফ্যাল করে এদিক-সেদিক তাকিয়ে থাকছেন। যেন কাঁদতেও ভুলে গেছেন এই ফুটবলার।
সোহেলের স্ত্রী ও সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।