Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ২:১২ পিএম

পৃথক সড়ক দুর্ঘটনায় সাভার ও আশুলিয়ায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১ জন।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট কোহিনুর স্পিনিং মিলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ এর শিবালয় থেকে বাবা সোহেল, তার স্ত্রী ঝুমা খাতুন ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে করে আশুলিয়ার নবীনগরের দিকে আসছিলেন এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি আশুলিয়ার নবীনগর কোহিনুর স্পিনিং মিলের নিকটে পৌছলে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় এসময় মোটরসাইকেল থেকে পড়ে মা ঝুমা খাতুন (২২) ও তিন বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়। এসময় বাবাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতদের বাড়ি মানিকগঞ্জ এর শিবালয় থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে সাভারের মজিদপুর এলাকায় ইতিহাস পরিবহনের বাস চাপায় মাহেলা খাতুন নামের এক (৫৫) নারী নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহতের বাড়ি সাভারের মজিদপুর এলাকায়।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই দীপঙ্কর জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ