বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারের বলিয়ারপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ থেকে পলিথিনে প্যাঁচানো ৪ টুকরা অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ বলিয়ারপুরে আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিলের প্লাটফর্ম-১ এর ময়লার স্তুপ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা উত্তর সিটিকরর্পোরেশনের ময়লার স্তুপে প্লাষ্টিক কুড়ানোর সময় টোকাইরা একটি পলিথিনের ভিতর লাশের টুকরো দেখে ওই স্থানের দায়িত্বরত লোকদের জানায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ প্লাষ্টিকের পলিথিন দিয়ে প্যাঁচানো এক নারীর লাশের ৪ টুকরো উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১টার দিকে অজ্ঞাত নারীর ৪ টুকরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লাশটির মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা ছিল।
তিনি ধারনা করছেন, ময়লার গাড়িতে করে রাতে রাজধানীর যে কোন স্থান থেকে লাশটি বলিয়ারপুরের আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিলে এনে ফেলতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া রাতে যারা ময়লা ফেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।