বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপির মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কারাভোগকারী রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী হতে মনোনয়পত্র জমা দিয়েছেন। গাজীপুরের টঙ্গী আউচপাড়ার প্রবীন রাজনৈতিবিদ নবীন সরকারের ছেলে পাপ্পু সরকার প্রায় ৩০ বছর ধরে রাজনীতিতে জড়িয়ে আছেন। পাপ্পু সরকার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি ১২ বছর জেল জেল খেটেছি। পরবর্তীতে আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে গত ৬ মাস আগে কারাগার থেকে মুক্তি পেয়েছি’। বর্তমানে তিনি আবারো রাজনীতিতে সক্রিয় ভ‚মিকা পালন শুরু করেছেন। নবগঠিত মহানগর বিএনপির কমিটিতে তিনি যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তিনি আরো বলেন, গাজীপুরে আমার চাইতে এত বেশি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেউ হয়নি। তিনি বলেন, ধানের শীষের মনোনয়ন পেলে গাজীপুর-২ আসনটি পুনরায় উদ্ধার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।