মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরের অনন্তনাগ জেলায় শুক্রবার সকালে এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ছয় জন। বীজবেহারার জঙ্গল এলাকায় নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালিয়ে, এই ঘটনা ঘটিয়েছে। স্থানটি শ্রীনগর থেকে ৫০ কিমি দূরে অবস্থিত। তল্লাশির কাজ তখনও চলছিল। আইএএনএস-এর কাছে পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘নিরাপত্তা রক্ষীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খুবই কাছে পৌঁছে গেছিল। প্রত্যুত্তরে তারাও যথেষ্ট গুলি চালায়।’ মাত্র তিনদিন আগে, এনকাউন্টারে চার জনকে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটি ঘটে সোপিয়ান এলাকায়। এই বুলেটের যুদ্ধে ভারতের এক জোয়ান নিহত হন এবং তিনজন গুরুতর আহত হয়েছিলেন। অনন্তনাগ এলাকায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এএফপি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।