পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
মাদকাসক্ত ব্যক্তি যেমন নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তেমনি পরিবার ও সমাজের জন্যও সে ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি মাদকাসক্তি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকাসক্তির কারণে সংগঠিত বিভিন্ন অপরাধকর্ম যেন খুন-সন্ত্রাস, রাহাজানি প্রভৃতি মহামারী জীবাণুর মতোই সর্বত্র ছড়িয়ে পড়ছে। সম্প্রতি প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ৭০ লাখেরও বেশি মাদকাসক্ত রয়েছে। এর মধ্যে ৯১ ভাগই কিশোর, যুবক ও নারী। তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে মরণ নেশার এসব উপকরণ। আর এভাবেই সম্ভাবনাময় ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ধ্বংসের স্রোতে ভেসে যাচ্ছে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী। এভাবে চলতে থাকলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে; যা কিছুতেই রোধ করা সম্ভব হবে না। তাই আমাদের সবার, বিশেষ করে কিশোর-কিশোরীদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের ধর্মীয় বিধি-নিষেধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই আমাদের সমাজ একসময় মাদকমুক্ত হয়ে একটি আদর্শ সমাজে পরিণত হবে।
আজিম উদ্দীন, আরবি বিভাগ, চতুর্থ বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।