Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরীয় সীমান্তে গার্ড পোস্ট ধ্বংস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৮:২১ পিএম

অসামরিকীকৃত সীমান্ত অঞ্চলে ১০টি গার্ড পোস্ট উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া৷ সীমান্তে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ কোরিয়ার সাথে এ বছরের শুরুতে করা এক চুক্তির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিলো দেশটি৷
দক্ষিণ কোরিয়াকে আগেই এই ঘটনা সম্পর্কে জানিয়েছিল উত্তর কোরিয়া৷ চার মিনিটের মধ্যে একে একে গার্ড পোস্টগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়৷ গত দুই সপ্তাহ জুড়ে ইটের তৈরি বেশকিছু গার্ড পোস্ট একে একে ধ্বংস করেছিল উত্তরের সেনারা৷ কিন্তু এবারই প্রথম একসাথে একাধিক পোস্ট ধ্বংসের উদ্যোগ নিলো দেশটি৷
৩০ নভেম্বরের আগেই সীমানা জুড়ে সব পোস্ট ভেঙে ফেলতে রাজী হয়েছিল দুই পক্ষ৷ বিশ্লেষকরা বলছেন, এই তারিখকে সামনে রেখে অচিরেই এমন আরো কিছু উদ্যোগ নিতে পারে দেশটি৷
দক্ষিণ কোরিয়াও কংক্রিটের তৈরি ১০টি গার্ড পোস্ট ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে৷ তবে উত্তরের মতো বিস্ফোরক ব্যবহার না করে তারা ব্যবহার করছে বুলডোজার এবং এক্সকাভেটর৷
গার্ড পোস্ট ভাঙার পাশাপাশি দুই কোরিয়া এরই মধ্যে আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে৷ পানমুনজম এলাকায় যৌথ নিরাপত্তা এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়েছে৷ সেনা উপস্থিতি কমিয়ে আনা হয়েছে ৩৫ জনে৷ তবে এই ৩৫ সেনাও কোনো অস্ত্র বহন করতে পারবেন না৷
এতদিন সীমান্ত এলাকা বহিরাগতদের জন্য ছিল সম্পূর্ণ নিষিদ্ধ৷ তবে সামনের মাস থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হচ্ছে পানমুনজম৷ গাইড সাথে নিয়ে যে কেউই চাইলে ঘুরে আসতে পারবেন দুই কোরিয়ার সীমানায় অবস্থিত ঐতিহাসিক এই এলাকা৷
উত্তর কোরিয়া অন্য যে-কোনো সময়ের চেয়ে শান্তি প্রতিষ্ঠায় অনেক এগিয়ে এলেও সিউলের সন্দেহ কমছে না৷ পরমাণু অস্ত্র নিষ্ক্রিয়করণে কার্যকর ভূমিকা না রাখলে অন্য উদ্যোগগুলোও লোকদেখানোই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় দফার বৈঠকের সাফল্যের ওপরও নির্ভর করছে অনেক কিছুই৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ