Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৫:২৪ পিএম

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় জোরারগঞ্জ থানার এসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত খাঁন সিটি সেন্টারের দক্ষিণে ধানী জমি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাতরা এসময় মহাসড়ক ও এর আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হল- জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ মেহেদেী নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম আজাদ (১৯), ইসলামপুর গ্রামের নুরুল হকের ছেলে মো. শাকিল খান (১৯), মধ্যম আজম নগর গ্রামের সালাউদ্দিনের ছেলে মো. নুর উদ্দিন হোসেন প্রকাশ হৃদয় (১৮) এবং পূর্ব হিঙ্গুলী তালতলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান (১৮)। এসময় আটকৃতদের জিম্মায় থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি ছুরি ও ২ টি লোহার রড উদ্ধার করা হয়। এবিষয়ে পুলিশ বাদী হয়ে দন্ডবিধির ৩৯৯ ও ৪০২ দ্বারায় জোরারগঞ্জ থানায় একটি মামলা (২২) দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ