Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে এক ইউনিয়নে দুই এমপি প্রার্থী

রামগতি (লক্ষীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এবার এক ইউনিয়নে দুই এমপি প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরা হলেন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চরকাদিরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ। দুইজনই উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নের পূর্ব চরকাদিরা গ্রামের বাসিন্দা। এ নিয়ে দু’দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা তুঙ্গে। মেজর (অবঃ) আবদুল মান্নান আ.লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের পক্ষ থেকে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন বলে জানা গেছে। অপর প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ ইসলামী আন্দোলনের নিজস্ব প্রতীক ‘হাতপাখা’ নিয়ে ভোট যুদ্ধে লড়বেন। তারা দু’জনই উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন। এদিকে মেজর (অবঃ) আবদুল মান্নান নৌকাপ্রতীক নিয়ে মাঠে আসার খবরে আ.লীগ, বিকল্পধারা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ