Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ, নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার মহারাষ্ট্রের ওয়ারধা জেলার পুলগাঁও এলাকায় অবস্থিত অস্ত্রভাণ্ডারটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, সকাল বেলা বিস্ফোরণে কেঁপে ওঠে অস্ত্রভাণ্ডার এলাকা। এতে নিহত ছয়জনের মধ্যে অন্তত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন অস্ত্র কারখানার কর্মী, দুইজন শ্রমিক।

বিস্ফোরণের তীব্রতা এতটা শক্তিশালী ছিল যে, পার্শ্ববর্তী দুটি গ্রামও কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা গেছে, মধ্যপ্রদেশের জবলপুরের খামারিয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে কিছু বাতিল বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল মহারাষ্ট্রের ওয়ারধার কারখানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পুরনো বিস্ফোরক ধ্বংসের ব্যবস্থা মধ্যপ্রদেশের খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরিতে নেই। সে কারণে পুলগাঁওয়ের সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে আনা হয়েছিল বিস্ফোরকগুলো। সেখানেই সাধারণত পুরনো বিস্ফোরক নষ্ট করা হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরকগুলো নষ্ট করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সূত্র : এনডিটিভি, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ